মণিপুরের নারকীয় ঘটনার পর মালদায় সামনে এল এক চরম অমানবিক বর্বরোচিত ঘটনা৷

মালদা, নিজস্ব সংবাদদাতা:–মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, ঠিক সময়েই মালদায় সামনে এল এক চরম অমানবিক বর্বরোচিত ঘটনা৷ চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে৷ পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে মারধরের ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই রীতিমতো সোরগোল পড়ল রাজ্য জুড়ে।গত মঙ্গলবার মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব৷পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘটনার পাঁচজনকে আটক করা হয়েছে
আটক করা হয়েছে,(১) মনোরঞ্জন মন্ডল, (২)বিজয় মন্ডল,(৩) মিনতি টুডু,(৪)বাসন্তী মার্ডী,(৫)রেবতী বর্মন,বামনগোলা থানা বিভিন্ন এলাকায় বাড়ি।এই ঘটনা পিছনে আর কারা কারা জড়িত আছে চিহ্নিত করে তাদেরও আটক করা হবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদে চ্যানেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *