নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অমর ২১শে কোলকাতা সমাবেশে গিয়ে বাড়ি ফেরা হলো না বয়স ৩০ এর তৃণমূল কর্মী কুতুব উদ্দিন মন্ডলের , বাড়ি ফিরলো নিথর দেহ।
ঘটনাটি নদীয়ার হরিণঘাটা বামন পাড়ার , ধর্মতলায় শহীদ সমাবেশে যায় হরিণঘাটা বামন পাড়া থেকে তৃণমূল কর্মী কুতুব উদ্দিন মন্ডল, সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দূর্ঘটনায় নিহত হয়।
খবর আসতেই শোকে ভেঙ্গে পরে পরিবার সহ প্রতিবেশীরা।
আজ দুপুরে নিথর দেহ এসে পৌঁছায় গ্রামে। এরপর নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে আসা হয় দলীয় কার্যালয়ে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল কর্মীরা চোখের জলে বিদায় জানালো তাদের নিহত কর্মীকে।
খবর পেয়ে ছুটে আসে নদীয়া দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি ও হরিণঘাটা পৌরসভার পৌর প্রধান দেবাশীষ বসু সহ একাধিক নেতৃত্ব।দেহ বাড়িতে যেতেই কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি ও পৌরপ্রধান সহ দলীয় নেতৃত্বরা। পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি।
এই ঘটনায় শোকে স্তবদ্ধ হয়ে যায় গোটা গ্রাম।