দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইতিহাস প্রসিদ্ধ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাণগড়, বক্তিয়ার খিলজির সমাধি এবং আতাশাহের দরগা পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্য সচিব তথা হেরিটেজ সোসাইটির চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল নাগাদ গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন তিনি । এই পরিদর্শনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মহকুমা শাসক পি. প্রমোদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, ইতিহাস গবেষক ডঃ সমিত ঘোষ, বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার সহ আরো অন্যান্যরা ।
Home রাজ্য দঃ দিনাজপুর ইতিহাস প্রসিদ্ধ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাণগড়, বক্তিয়ার খিলজির সমাধি এবং আতাশাহের...