নিজস্ব সংবাদদাতা, মালদা:—-এক নাবালিকার বিয়ে হচ্ছে বলে খবর পেয়ে বিয়ের অনুষ্ঠান বাড়িতে হানা দিল মালদা থানার পুলিশ। পুলিশ গিয়ে নাবালিকার বাবা মা এবং অভিযুক্ত নাবালিকার সঙ্গে কথা বলেন , অবশেষে ১৮ বছর না হলে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয় নাবালিকার পরিবারের কাছে। রবিবারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের সুজাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সুজাপুরের গ্রামের বাসিন্দা তাকলিম শেখের নাবালিকা কন্যার বিয়ের প্রস্তুতি চলছে, এমনই খবর পেয়ে মালদা থানার পুলিশ বিয়ের অনুষ্ঠান বাড়িতে পৌঁছায় কিন্তু গিয়ে দেখা যায় বিয়ে বাড়ির প্যান্ডেল রয়েছে কিন্তু নেই কোন বরযাত্রী এবং বরের দেখা নেই। তবে ওই নাবালিকার পরিবারের দাবি এই বাড়ির বড় মেয়ের বিদায় অনুষ্ঠান রয়েছে সেই বিদায় কে কেন্দ্র করে অনুষ্ঠান চলছে কিন্তু এলাকায় বর্তমানে রাজনৈতিক উত্তেজনা থাকায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে পুলিশকে ভুল খবর দেয় যে এই বাড়ির নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে। যদিও পাড়া-প্রতিবেশীরা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবুও মালদা থানার পুলিশ ওই বাড়ির নাবালিকা ছাত্রীর সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলে অবশেষে নাবালিকা ছাত্রী এবং তার বাবা মায়ের কাছে মুছলেকা নেওয়া হয় ,১৮ বছর না হলে কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না। ওই অনুষ্ঠান বাড়ির আত্মীয় জানান ,এলাকায় এখনো রাজনীতির একটা চাপা উত্তেজনা রয়েছে এলাকায়, হিংসা রাজনীতির উপর ভর করে এসব মিথ্যা অভিযোগ জানিয়েছে পুলিশকে।