বৃষ্টির জল না থাকলে বর্ষায় ধান চাষে চরম সমস্যায় পড়তে হয় দেওগাঁও এলাকার কৃষকদের।

0
335

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়।আর সেই বন্যা কোনো কাজে আসে না ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকার কৃষকদের।এলাকায় নেই কোনো সেচ নালা। পূর্ব দেওগাঁয়ে বামনিয়া নদীর উপর সেচ বাঁধ ২০০৯ সালে ভেঙে যায়।ফলে দীর্ঘ ১৪ বছর ধরে সেচের জল থেকে বঞ্চিত পূর্ব ও মধ্য দেওগাঁয়ের বহু কৃষক।বর্ষাকালে কৃষিকাজে একমাত্র ভরসা বৃষ্টির জল।বৃষ্টির জল না থাকলে বর্ষায় ধান চাষে চরম সমস্যায় পড়তে হয় এলাকার কৃষকদের। জানা গিয়েছে, বাম আমলে নদীতে বাঁধ দিয়ে সেচ নালার মাধ্যমে জল পাঠানোর ব্যবস্থা করা হলেও নিম্নমানের কাজ হওয়ায় সেটি ভেঙে যায়। এরপর সেচবাঁধ নির্মাণে কেউই এগিয়ে আসেনি। সেচবাঁধ না থাকায় অকেজো হয়ে রয়েছে সেচ নালা। বর্তমানে সেচ নালা বুজে গিয়ে কৃষি জমিতে পরিণত হয়েছে বহু অংশে।বেশিরভাগ অংশ সংস্কারের অভাবে ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে।ফলে বৃষ্টির জলের অভাবে উপায় না পেয়ে অতিরিক্ত টাকা খরচ করে ডিজেল চালিত প্যাম্পসেট দিয়ে জমিতে জলের ব্যবস্থা করতে হচ্ছে কৃষকদের। তবে আদৌ সেচবাঁধ নির্মাণ হবে নাকি যেই তিমির সেই তিমিরেই থাকবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকার কৃষকদের মনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here