নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- পার্ক বা সৌন্দার্যায়নের মধ্যে দিয়ে আত্রেয়ী নদীর ঐতিহ্যবাহী কংগ্রেস ঘাটকে সাজিয়ে তুলছে বালুরঘাট পুরসভা। তবে নদীঘাটের নির্মীয়মাণ ওই পার্কের নাম মহারাজ বোস নাম দিয়েছে পুর কর্তৃপক্ষ। স্থানীয় মানুষের আবেগকে সন্মান জানিয়েই ওই পার্কের নামকরণ করা হয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
বালুরঘাট শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে আত্রেয়ী নদী। শহরে এই নদীর ধারে কয়েকটি বিখ্যাত ঘাট রয়েছে পুরনো কিছু প্রতিষ্ঠান বা ভবণের নামানুসারে। কংগ্রেস ঘাটটি যারমধ্যে অন্যতম। এই ঘাটে প্রতিমা বিসর্জ্জন থেকে শুরু করে ছট পুজো বা নদী কেন্দ্রীক পূজার্চা ও অনুষ্ঠান হয়ে থাকে। কিন্ত সেই ঘাট এবং তার সামনের জায়গাটি উঁচু নিচু কিংবা এবড়ো-খেবড়ো। স্বাভাবিকভাবেই মানুষের অনেক সমস্যা হত সেই ঘাটে গিয়ে। সেদিকে নজর রেখেই বালুরঘাট পুরসভা সেই ঘাটে সৌন্দার্যায়ন বা একটি পার্ক গড়ার প্রকল্প হাতে নেয়। এরজন্য অন্তত ৭০ লক্ষ টাকা ব্যয় হবে বলেই পুরসভা সূত্রে খবর।
. পৌর সভার বালুরঘাটে আত্রেয়ী ঘাটে বয়স্ক মানুষ ও বাচ্চাদের জন্য এরকম মণোরম যায়গা নির্মান করে বিনোদনের ব্যবস্থা করায় খুশি বালুরঘাট বাসী।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ওই ঘাট বালুরঘাট শহরের ঐতিহ্য। সেখানে নদী কেন্দ্রীক অনুষ্ঠানগুলি হয়ে থাকে। মানুষের বরাবর দাবি ছিল জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে তোলার। সেকারণে আমাদের বোর্ড সেখানে পার্ক গড়ার প্রকল্প হাতে নিয়েছে। নদীর ঘাটে নামার ধাপ, বসার ব্যবস্থা, সৌন্দার্যায়ন, বাচ্চাদের বিনোদনের দোলনা, বাতি ইত্যাদি থাকছে সেখানে। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত মহারাজ বোস নাম দেওয়া হচ্ছে সেই পার্কের। এলাকার মানুষের দাবিকে সন্মান জানিয়েছি আমরা। আগামী দুমাসের মধ্যে কাজটি সম্পূর্ণ করে নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে।
Home রাজ্য দঃ দিনাজপুর বালুরঘাট পুরসভা সৌন্দার্যায়নের মধ্যে দিয়ে আত্রেয়ী নদীর ঐতিহ্যবাহী কংগ্রেস ঘাটকে সাজিয়ে তুলছে।