পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মহকুমা শাসকের দপ্তরে আগেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ করতে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় হাইড্রেন গুলোকে পরিষ্কার করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকালে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সহ একাধিক কাউন্সিলার এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তমলুক শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিশেষ করে নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে হাইড্রেনগুলো অপরিষ্কার এবং ড্রেন দখল করে অস্থায়ীভাবে দোকান ঘর তৈরি করে রেখেছে। ফলে ড্রেন গুলি দিনের পর দিন জঞ্জালে ভর্তি হয়েছে। আগামী ৩০ শে জুলাই থেকে পরিষ্কার করা হবে এলাকার হাইড্রেন গুলি। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান বুধবার থেকে এলাকায় মাইকিং করে সচেতন করা হবে এলাকার মানুষকে। উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে, নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত যে রাস্তা সম্প্রসারণ এবং সৌন্দর্যায়ন করা হয়েছিল তা এলাকার মানুষ দখল করে অস্থায়ীভাবে দোকান ঘর করেছে হাইড্রেন গুলোর উপরে। এখন দেখার বিষয়, ডেঙ্গু প্রতিরোধে তাম্রলিপ্ত পৌরসভা কতটা পদক্ষেপ গ্রহণ করে।