পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন মানব বিকাশ কেন্দ্রের সভা কক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও জাতীয় মহিলা কমিশনের সৌজন্যে একটি মহিলা ক্ষমতায়ন শীর্ষক একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্তৃপক্ষের সচিব ও বিচারক দিব্যেন্দু নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী রিনা সিং, আইনজীবী অঙ্কুর কর্মকার, সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা সহ নীলাঞ্জন নন্দ, উর্মিলা, দাঁতন থানার আই সি প্রমুখ। কেন্দ্রের সম্পাদক শুভাশিস মেইকাপ জানান,শিবিরটিতে ৬০ জন মহিলা অংশ গ্রহন করেন। শিবিরে শিশু সুরক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের আইনি দিকগুলি তুলে ধরা হ্য়।











Leave a Reply