হাসপাতালের বাইরে ভিতরে পোস্টারে পোস্টারে ছয়লাপ।

0
352

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজনীতির ছাপ এবার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। ৫ই আগস্ট ব্রিগেড চলো ডাক দিয়ে পোস্টার পড়লো পূর্ব বর্ধমান জেলা অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের বাইরে ভিতরে পোস্টারে পোস্টারে ছয়লাপ। চাপানোতোর বিভিন্ন রাজনৈতিক মহলেও। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ব্রিগেড চলো ডাক দিয়ে পোস্টার সাঁটিয়ে অস্বস্তিতে এবার এসইউসিআই। একদিকে যেমন স্বাস্থ্য কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ যত্রতত্রর নোংরা আবর্জনায় ভরপুর, অপরদিকে রাজনৈতিক পোস্টারে যথেষ্ট ক্ষিপ্ত পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ জন। পরিষেবা নিতে আসো সাধারণ মানুষ জন আঙুল তুলেছেন সোজাসুজি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের অপরিচ্ছন্ন অশ্বাস্থ্যকর পরিবেশের উপর। অভিযোগ চিকিৎসা পরিষেবার দিকেও। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কেন রাজনৈতিক পোস্টার? প্রশ্নের উত্তর জানতে হাসপাতালে সুপারকে তলব করা হলে, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার ডক্টর শকুন্তলা সরকার কোন উত্তরই দেবেন না বলে সাফ জানিয়ে দেন সুপার এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে পোস্টারিং এর ব্যাপারে এসইউসিআই এর জেলা নেত্রী ঝরনা পাল কে ফোন করা হলে তিনি পরিষ্কার জানান কয়েকটা পোস্টারে স্বাস্থ্য কেন্দ্রে কোনো প্রভাব পড়বে না। আমরা প্রচার করেছি মাত্র বলেও সাফাই দেন তিনি।
পাশাপাশি দু টাকা মাঠে ময়দানে রোজকারের জন্য মুখই আছে এস ইউ সি আই রাজনৈতিক দল বলে তীব্র কটাক্ষ করেছেন বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here