জলপাইগুড়ি সদর ব্লকে ৭৩ হাজার গাপ্পি মাছ বিলি করলো মৎস্য দপ্তর।

0
85

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের অন্যান্য জেলার মতো জলপাইগুড়ি জেলাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।যদিও গত বারের তুলনায় এবারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী স্বাস্থ্য দপ্তরের।

শহরের পাশাপাশি যাতে গ্রামেও ডেঙ্গু না ছড়িয়ে পরে তার জন্য জলপাইগুড়ি সদর ব্লকে ৭৩ হাজার গাপ্পি মাছ বিলি করলো মৎস্য দপ্তর।শুক্রবার জলপাইগুড়ি বিডিও অফিস থেকে ভিলেজ রিসোর্স পার্সনদের হাতে এই মাছের চারা গুলি তুলে দিলেন ব্লক মৎস্য আধিকারিক।জানা গেছে ভিলেজ রিসোর্স পার্সনেরা আজও ওই গাপ্পি মাছ গুলিকে নির্দিষ্ট জলাশয় গুলিতে ছেড়ে দিয়েছে।

মৎস্য আধিকারিক কৌশিক মাইতি বলেন মশার লার্ভা খেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করে গাপ্পি মাছ।আমরা আজকে জলপাইগুড়ি সদর ব্লকে ৭৩ হাজার গাপ্পি মাছ ভিলেন রিসোর্স পার্সনদের মাধ্যমে বিলি করলাম।

ভিলেজ রিসোর্স পার্সন সুমিত্রা রায় বলেন আমরা আজ গাপ্পি মাছ পেলাম।ব্লক থেকে আমাদের যেই জলাশয় গুলি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে এই মাছ গুলি ছেড়ে দেব।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার জানিয়েছেন গতবারের তুলনায় এবারে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। জানুয়ারি মাস থেকে ২৭ শে জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মোট ৫২ জন। বর্তমানে ৩ টি একটিভ কেস রয়েছে। মৃত্যু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here