দুবরাজপুরের ইসলামপুরে ডাঙ্গালপাড়ার নুরী মসজিদ কমিটির পক্ষ থেকে নুরী মসজিদ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।


দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সৌন্দর্যায়নকে কখনও উপেক্ষা করা যায় না। বিষাদও তো সুন্দর হয়ে উঠতে পারে। বিশেষত যাকে কেন্দ্র ক’রে ব‍্যাপক জনসমাগম ঘটে। তাই মহরম উপলক্ষ‍্যে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে ডাঙ্গালপাড়ার নুরী মসজিদ কমিটির পক্ষ থেকে নুরী মসজিদ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই মসজিদের আলোকসজ্জা দেখতে অনেকেই ভীড় জমাচ্ছেন এবং মোবাইলে ক্যামেরা বন্দীও করছেন। তাছাড়াও ইসলামপুর ডাঙ্গালপাড়া থেকে শুরু করে ইসলামপুর সদর মসজিদ পর্যন্ত রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দু’ধারে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। যেহেতু মূল সড়কের ধারে রয়েছে বেশ কয়েকটি ইমামের আস্তানা। তাই লাইট দিয়ে সাজানো হয়েছে। মহরম উপলক্ষে সন্ধের পর থেকে বহু মানুষ ভীড় জমাচ্ছেন প্রতিটি আস্তানায়। তাই বেশ কয়েক ঘন্টা এই সড়কে যান চলাচল বন্ধ রেখে অন্য দিক দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মহরম উপলক্ষে নানান জায়গায় নানান প্রথা রয়েছে। কোথাও বুক চাপড়ে মাতম, আবার কোথাও রক্ত ঝরিয়ে মহরম পালন। কিন্তু দুবরাজপুরের ইসলামপুরে প্রতিটি মসজিদে মহরম মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত মিলাদে মেহ্ফিল অনুষ্ঠিত হয়। সেখানে ইমাম হোসেনের জীবনী ও কী ভাবে কারবালার মরু প্রান্তরে এজিদ বাহিনীর হাতে শহিদ হয়েছিলেন সে বিষয়ে তকরির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *