দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- রাত পোহালেই মহরম। এই মহরম মাস হচ্ছে হিজরি সনের আরবী মাসের প্রথম মাস। ১০ ই মহরম কারবালার মরু প্রান্তরে এজিদ বাহিনী হজরত মহম্মদ এর দৌহিত্র ইমাম হোসেনকে চক্রান্ত করে হত্যা করে। তাই এই দিনটিকে স্মরণ করে সারা বিশ্বে মহরম পালন করা হয়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর ঠাণ্ডা আস্তানার তাজিয়া তৈরী করতে ব্যস্ত তাজিয়া শিল্পীরা। প্রতিবছর ইসলামপুরের বিভিন্ন পাড়া থেকে ১৬ থেকে ১৮ টা তাজিয়া বের হয়। মহরম মাস এলেই দিন সাতেক আগে থেকে তাজিয়া তৈরি করতে ব্যস্ত থাকেন শিল্পীরা। তাজিয়া শিল্পী সেখ মুকুল বলেন, আমরা এই আস্তানার তাজিয়া বন্ধুবান্ধব মিলে তৈরি করি। প্রতি বছর নতুন চমক দেওয়ার চেষ্টা করি। তবে এই তাজিয়া তৈরি করতে আমরা কোনো পারিশ্রমিক নিই না। সারাদিন কাজের মধ্যে থাকি বলে দিনের বেলায় সময় দিতে পারি না। তাই আমরা রাত্রে তাজিয়া তৈরির কাজ করি। এই তাজিয়া তৈরিতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। তাজিয়া তৈরিতে হাত লাগিয়েছেন সেখ নসিব, সেখ মুকুল, সেখ আজাদ, সেখ রবিউল, গোলাম মোর্তুজা সহ আস্তানার অন্যান্য সদস্যরা।
Leave a Reply