পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধান্যডিহা প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭৬৩২টি গাছ লাগানোর কর্মসূচি সূচনা করলেন তৃণমূলের ৪৯ নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনু দে, উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ১৭ হাজার ৬৩২ ভোটে জয়লাভ করেন তৃণমূলের জেলা পরিষদের জয়ী প্রার্থী শান্তনু দে, তখন থেকেই তিনি অঙ্গীকার করেছিলেন পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজয়ানকে ধরে রাখতে ১৭ হাজার ৬৩২ টি গাছ লাগাবেন, শুক্রবার বিকেল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ৩০০ টি গাছ লাগিয়ে যার শুভ সূচনা করলেন জয়ী প্রার্থী শান্তনু দে, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনি কুমার তেওয়ারি, আমলাগোড়া রেঞ্জার চঞ্চল কুমার গোস্বামী, গড়বেতার রেঞ্জার খুরশিদ আলী আলম, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ, দুই কর্মাধ্যক্ষ মিঠু প্রতিহার ও পুতুল অধিকারী সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ।











Leave a Reply