পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে ২ জন কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হল। হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত বড়বাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ভবানীপুর থানার অফিসার-ইন-চার্জ জানিয়েছেন, পিন্টু বেরা এবং সমরেশ বেরা দু’জনেই চাষের জমিতে ধান রোয়ার কাজ করছিলেন। হঠাৎ বজ্র বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শুরু হয়। ওই বৃষ্টির মধ্যে দু’জন কৃষক নিজেদের জমিতে চাষের কাজ করছিলেন। আচমকা, তাদের মাথায় বাজ পড়ে। ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে সুতাহাটা হোড়খালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালচক বেগুনবেড়িয়া গ্রামের বাসিন্দা রাধারানী ভৌমিক (৫৪) বজ্র বিদ্যুৎ সহ- তুমুল বৃষ্টির মধ্যে চাষের জমিতে মাছ ধরার ঘুনি বসাতে গিয়ে ছিলেন। হঠাৎ মাথায় বাজ পড়ে মৃত্যু হয় বলে জানিয়েছেন, সুতাহাটা উন্নয়ন ব্লকের বিডিও আসিফ আনসারী। এদিনের বজ্রাঘাতে ৩ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।