জয়ীপ্রার্থীদের চিঠি দেওয়ার পর সেই চিঠি পুনরায় ফেরত চাওকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়লো পূর্ব মেদিনীপুর জেলায়।

0
82

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের জয়ীপ্রার্থীদের চিঠি দেওয়ার পর সেই চিঠি পুনরায় ফেরত চাওকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়লো পূর্ব মেদিনীপুর জেলায়। আজ সকালে দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লকে বিডিওর নির্দেশে জয়ী প্রার্থীদের বোর্ড গঠনের জন্য চিঠি পাঠানোর পর সেই চিঠি পুনরায় ফেরত চাওয়ার অভিযোগ ওঠে। আর তা নিয়েই রাজনৈতিক সরগোল পড়ে গেল জেলা জুড়ে। শহীদ মাতঙ্গিনী ব্লকে বেশকিছু জয়ী প্রার্থীদের অভিযোগ যে প্রথমে বিডিও কাগজ পাঠানোর পর সেই কাগজ সই করে পুনরায় ফেরত যাওয়ার অভিযোগ। মূলত শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করে। বিজেপির অভিযোগ যে বোর্ড গঠন বানচাল করার জন্য বিডিওকে দিয়ে কু কাজ করছে শাসক দল। যদিও শহীদ মাতঙ্গী বিডিও অমিত কুমার গায়েন তিনি বলেন যে আগামী ৯ এবং ১০ আগস্ট শহীদ মাতঙ্গিনী ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন। আর সেজন্যই একটি নোটিশ আমরা পাঠিয়ে ছিলাম। তবে তাতে ত্রুটি থাকার জন্য পুনরায় ফেরত নিয়ে নতুন করে নোটিশ আমরা সমস্ত জয়ী প্রার্থীদের পাঠিয়ে দেবো। তবে কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছি না, সব দলের জয়ী প্রার্থীদেরই নোটিশ চেয়ে পাঠিয়েছি নতুন নোটিশ আমরা পুনরায় প্রার্থীদের কাছে পাঠিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here