পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দীর্ঘ আট বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পূর্ব পিতপুর এলাকার রাস্তা সাড়ায়ের জন্য প্রতিশ্রুতি। কিন্তু রাস্তা ছাড়ায়ের কোনো উত্তরই নেই জেলা প্রশাসনের। এই রাস্তার উপর ছয় থেকে সাত গ্রামের মানুষ যাতায়াত করে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যাতায়াতের গ্রামবাসীদের মূল রাস্তা এটাই। প্রসূতি হোক বা অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে যাওয়ার মূল রাস্তা এটাই। বিডিও, মহকুমা শাসক,জেলাশাসকে জানিও কোন সূরাহ হয়নি। মুখ্যমন্ত্রীর দরবার এবং দুয়ারে সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেও রাস্তা মেরামতের কোন সুরাও হয়নি। ২০১৯ সালের লোকসভায় ভোটের সময় ভোট বয়কটরের ডাক দিয়ে ছিল কিন্তু স্থানীয় নেতৃত্বদের আশ্বাসের পর ভোট বোয়কট তুলে লেবার পরেও আবারো লোকসভা ভোট কিন্তু এখনো ভগ্নাংশ রাস্তা রয়ে গিয়েছে। শেষ মেষ গ্রামবাসীরা নিজেরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতি তে নেমেছে। ভগ্নাংশ রাস্তা যাতায়াতের অপ যুক্ত করার জন্য এলাকাবাসীরা নিজেরাই হাত লাগিয়েছে।