পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গতকাল থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। নিম্নচাপের পাশাপাশি পূর্ণিমার ভরা কটাল থাকার কারণে এক দিকে যেমন সমুদ্র উত্তাল তেমনি জেলার নদী গুলো ফুঁসছে। নদীর জল বেরিয়ে যাওয়ার কারণে নদীর পাড়ে বসবাসকারীরা আতঙ্কে ভুগছে। তাম্রলিপ্ত পৌরসভার ১৮ নম্বর ১৪ নম্বর এবং ১ নম্বর ওয়ার্ড রূপনারায়নের নদী তীরবর্তী। বুধবার সকালে বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। বেশ কিছু এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেন। আবার বেশ কিছু জায়গায় যশ ঘূর্ণি ঝড়ে ভেঙে যাওয়া নদী পার আজও সারানো হয়নি। তাই যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাম্রলিপ্ত পৌরসভার স্টিমার ঘাট এলাকার নদী বাঁধ। আতঙ্কে দিন গুনছে নদীর পাড়ে বস বাসকারী মানুষ জন।