কুশমন্ডি-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভাগ্য বদলের চাবি কি ‘লটারি’। ফের মিলল তেমনই এক জ্বলন্ত প্রমাণ। তবে এই লটারির মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে গেল কুশমন্ডি ব্লকের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মোর্তুজ আলির।
জানা যায় আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অনুমোদিত নাগাল্যান্ডের ডিয়ার লটারি কেটে কোটিপতি হলেন মোর্তুজ আলি। তিনি আজ বাজারে গিয়ে শখ করে লটারি কাটেন। ভাগ্যের কি পরিহাস সে লটারিতেই ১ কোটির পুরস্কার। সেই লটারির দুপুর ১ টার পর খেলা হলে, তিনি জানতে পারেন তার কেনা লটারি প্রথম পুরস্কার অর্জন করেছে।খুশিতে পরিবার সহ স্থানীয়রা। এইদিন রাত্রি ৮ টায় সেই লটারির টিকিট মোর্তুজ আলী পুলিশের কাছে জমা দেন। পাশাপাশি পুলিশের কাছে নিরাপত্তার জন্যও তিনি অনুরোধ করেছেন। তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা যায়।
এই প্রসঙ্গে মোর্তুজ আলি জানান প্রতিদিন লটারি কেনার পর আজকেই এক কোটি টাকা পাওয়া গেলো।এই টাকা দিয়ে সে ব্যবসা করতে চায়।