অমৃত ভারত স্টেশন প্রকল্পে নবরূপে আজ সংযোগ হলো বাংলার আরো একটি স্টেশন দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আবেদনে সারা দিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বনী বৈভব। সারা দেশের ৫০৮ টি স্টেশনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পে নবরূপে আজ সংযোগ হলো বাংলার আরো একটি স্টেশন দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশন।একথা আজ এক বার্তায় জানালেন সাংসদ সুকান্ত মজুমদার।

যদিও গত রবিবার এই৷ প্রকল্প উদ্বোধনের সময় বালুরঘাট স্টেশন এই প্রকল্পের আওতায় ছিলনা।সেই অনুযায়ী দেশের মোট ৫০৯ টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হলো বলে রেলমন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।

অপরদিকে এই প্রকল্প উদ্বোধনের কয়েকদিন আগে এই প্রকল্পে বালুরঘাট রেল স্ট্রেশনকে আওতায় আনার জন্য দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে এই দাবি জানানোর পাশাপাশি জেলা তথা উত্তরবংগের রেল যোগাযোগ উন্নয়নের বিষয়ে একগুচ্ছ দাবি সনদ পেশ করে ছিলেন। কিন্তু গত রবিবার দেশের প্রধানমন্ত্রী এইপ্রকল্প উদ্বোধনের দিন জানা যায় দেশের মোট ৫০৮ টি রেল স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসলেও তাতে খোদ রাজ্য বিজেপির সভাপতির নিজস্ব সংসদীয় কেন্দ্রের রেল স্টেশনের নাম নেই। যেখানে পার্শ্ববর্ত্তী জেলার কালিয়াগঞ্জ স্টেশনের নাম এই প্রকল্পে স্থান পেলেও বালুরঘাট স্টেশনের নাম না থাকা নিয়ে জেলায় তার বিরোধী দলগুলি এই নিয়ে সংসদের ব্যার্থতা নিয়ে আসরে নেমে পড়ে।

আজ অমৃত ভারত প্রকল্পে বালুরঘাট রেল স্টেশনকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় রেলমন্ত্রীর তরফে বার্তা হাতে আসার পরেই বিরোধীদের কুৎসার জবাব দিতে মাঠে নামেন সুকান্ত মজুমদার। এক ভিডিও বার্তায় সুকান্ত মজুমদার বিরোধীদের এই নিয়ে তার বিরুদ্ধে করা কুৎসার জবাব দিয়ে জানান, আমরা জানতাম বালুরঘাট রেল স্টেশনকে এই প্রকল্পের সেকেন্ড ফেসে অন্তর্ভুক্ত করা হবে, তিনি আরো বলেন বিরোধীরা যখন এই নিয়ে কথা বলতে আরম্ভ করল তখন আমি রেলমন্ত্রীর সাথে দেখা করে শুধু বালুরঘাট নয় গংগারামপুর বুনিয়াদপুর রেল স্টেশনকেও এই আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে এসেছিলাম।আজ বালুরঘাট রেল স্টেশন যেমন এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, আগামীতে জেলার ওই দুই স্টেশনকেও এই আওতায় নিয়ে আসা হবে। বিরোধীরা শুধু দেখতে থাকুন বলে তিনি জানান।

এদিকে সারাদেশের পাশাপাশি বালুরঘাট রেল স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *