দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত প্রধান গঠনের আগেই কংগ্রেস এবং আরএসপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন দুই নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী দলীয় কার্যালয়ে আর এস পি দলের প্রতীকে নির্বাচিত হওয়া শ্রীকৃষ্ণপুরগ্রাম সভার সদস্য অরুণ মাহাতো এবং লস্করপুর গ্রাম সভা থেকে নির্বাচিত জাতীয় কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বেলাল মন্ডল এদিন প্রাক্তন সংসদ এবং তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষের হাত ধরে ২ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পতাকা এদিন তারা ধরেন।অর্পিতা ঘোষ বলেন রাজ্যের উন্নয়নকে অব্যাহত রাখতে এবং সরকারের এই উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যে কংগ্রেস এবং আরএসপি ছেড়ে দুই গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। আর এস পি ছেড়ে তৃণমূল কংগ্রেসের আসা অরুণ মাহাতো বলেন যে রাজ্য সরকারের উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের যোগদান বলে তিনি জানিয়েছেন। একই বক্তব্য রেখেছেন লস্করপুর গ্রাম সভা থেকে কংগ্রেস ছেড়ে আসা বেলাল মন্ডল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য কৌশিক মাহাতো গৌরী মালি উজ্জ্বল মন্ডল সহ কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।উল্লেখ্য ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে সদস্য এবং সদস্যা সংখ্যা মোট ১৯ জন। তার মধ্যে বিজেপির ৭ আরএসপির ১৷ জাতীয় কংগ্রেসের নির্বাচিত সদস্য ১তৃণমূল কংগ্রেসের ১০ জন /স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেসের সংখ্যা দাঁড়ালো বারো জন এবং বিজেপির সাতজন।
কংগ্রেস এবং আরএসপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল দুই নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য।।
Leave a Reply