কুশমন্ডি ব্লকের ৩নং উদয় গ্রাম পঞ্চায়েতে বিজেপি-বামফ্রন্ট-নির্দল জোটের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- নীতি বিসর্জন দিয়ে রাম-বামের জোট, কুশমন্ডি ব্লকের ৩নং উদয় গ্রাম পঞ্চায়েতে বিজেপি-বামফ্রন্ট-নির্দল জোটের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। উল্লেখ গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ২৪ আসন বিশিষ্ট ৩নং উদয় গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পায় ১১টি আসন, বিজেপি পায় ৮টি আসন, আর.এস.পি পায় ১টি আসন, সি.পি.আই(এম) পায় ৩টি আসন ও নির্দল পায় ১টি আসন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক মহলের একাংশ অনুমান করেছিল নীতিগত দিক থেকে বামফ্রন্ট ও বিজেপির মধ্যে জোট হওয়ার সম্ভাবনা না দেখা দেওয়ায় এই পঞ্চায়েত হয়ত তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। যদিও বৃহস্পতিবার উদয় গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় বিজেপির টিকিটে জয়ী প্রার্থীরা নির্দল ও বামফ্রন্টকে সমর্থন করায় উদয় গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন নির্দলের সাবিত্রী হেমব্রম এবং উপপ্রধান নির্বাচিত হন আর.এস.পি-র বিশ্বনাথ রায়। উল্লেখ এদিন উদয় গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন চলাকালীন বাম-বিজেপি-নির্দল জোটের আদিবাসী সমর্থকদের তীর ধনুক নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে। উদয় গ্রাম পঞ্চায়েতে বিজেপি- বামফ্রন্ট-নির্দল জোট ক্ষমতায় আসা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার তোপ দেগেছেন। দূরাভাষে মৃণাল সরকার বলেন ওদের কোন নীতি নেই, রাম-বাম জোট ঘোট এটা তো আমরা বলি, সেটার দৃষ্টান্ত দেখালো উদয়। তিনি আরও বলেন বিজেপির বিরুদ্ধে বামেদের লড়াই লোক দেখানো – আসলে রাম-বাম এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *