ভারতীয় রেলের আত্মনির্ভর হওয়ার সুযোগ নিল নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি।

0
176

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতীয় রেলের আত্মনির্ভর হওয়ার সুযোগ নিল নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি।ভারতীয় রেল ভারতের গুরুত্বপূর্ণ রেল স্টেশনের প্ল্যাটফর্মে (one station one product) (এক স্টেশন এক পণ্য) স্টলের মাধ্যমে নিজ হাতে তৈরি পণ্য বিক্রির জন্য স্টলের ব্যবস্থাপনায় দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ দুটি স্টেশন মেছেদা এবং তাম্রলিপ্ত দুটি স্টল। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি তাদের হোম আবাসিক ও দিব্যাঙ্গদের দ্বারা তৈরি পরিবেশ বান্ধব উপকরণ জুট, খড়, সুতো দিয়ে সুন্দর সুন্দর চিত্র সামগ্রী দেওয়াল চিত্র, বিভিন্ন সমাহার মডেল ধূপকাঠি পসরা নিয়ে বিকি কিনি করেছে সেই সঙ্গে হ্যান্ডলুম প্রোডাক্ট পণ্য ও রয়েছে স্টল গুলোতে। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জানান ভারতীয় রেলওয়ে বোর্ড বিজ্ঞাপন দেখে আমরা যোগাযোগ করি। আমাদের আবেদন মূলে মেছেদা ও তাম্রলিপ্ত স্টেশনে দুটো স্টলের বরাদ্দ পেয়েছি। আমাদের ক্যাম্পাসে প্রতিবন্ধী ও হোম আবাসিকরা সারা বছর পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করে সেগুলো আমরা বিভিন্ন মেলা উৎসব অনুষ্ঠানে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকি আর লভ্যাংশের একটা অংশ প্রতিবন্ধী হোম আবাসিকরা পায়, স্বাভাবিক ভাবে এই দুটো স্টল থেকে বিক্রির লভ্যাংশ ওদের যেমন আয় বাড়বে তেমনি আয়ে আনা বেশি সংখ্যক হোম আবাসিক ও দিব্যাঙ্গরা এই কাজে সারা বছর ধরে নিযুক্ত থাকতে পারবে। এটাই আমাদের বড় প্রাপ্তি আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় রেল বোর্ড কে ধন্যবাদ জানাচ্ছি, দক্ষিণ পূর্ব রেল শাখা কে এই স্টল বরাদ্দ দেয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here