শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুরে চ্যাপলিন ক্লাবের উদ্যোগে একটি কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

0
290

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুরে চ্যাপলিন ক্লাবের উদ্যোগে একটি কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।পাচারের মত ঘটনা রুখতে ও জেলাতে শিশু সুরক্ষার বিষয়টিকে আরো সুনিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক রবিন পন্ডিত। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, চাইল্ড লাইনের সুনীল বাউরি প্রমুখ। কৈলাস সত্যেরথী চিলড্রেনস ফাউন্ডেশনের (ইউ এস) সৌজন্যে আয়োজিত সভাটিতে দেশের পাচার সংক্রান্ত তথ্য তুলে ধরে অবিলম্বে কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কাজী সাহেব। তিনি পকসও আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। চাইল্ড লাইনের সম্পাদক সুনীল বাউরি তাঁর আলোচনায় বলেন স্বাভাবিক ও অস্বাভাবিক প্রক্রিয়ায় ঘটিত নির্যাতনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বাড়ির লোকদের প্রতিবাদ ও আইনের কাছে বেশি করে এগিয়ে আসতে হবে। সভা শেষে একটি প্রশ্ন উত্তর পর্ব চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here