তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের জয় গান। প্রখর গ্রীষ্মের মধ্যে বিভিন্ন হাসপাতালে দেখা গিয়েছিল রক্ত সংকট। সেই রক্ত সংকট ঘাটতি মেটাতে বারবার উদগী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় করা হয় রক্তদান শিবির। সেই মর্মে রবিবার বর্ধমান পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিকোরহাট মৈত্রী সংঘের প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ,বর্ধমান পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ইন্তেখাব আলম, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিরূপ যশ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় ভট্টাচার্য বলেন, ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৭০ জনের এখনো পর্যন্ত আমাদের ৫০ জন রক্তদাতা রক্ত দান করেছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমরা সর্বদা মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *