উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-উত্তর দিনাজপুর জেলা পরিষদে বঞ্চিত রায়গঞ্জ মহকুমা। উল্লেখ্য এবার উত্তর দিনাজপুর জেলা পরিষদ এর সভাধিপতি ও সহকারী সভাধিপতি করা হলো ইসলামপুর মহকুমা থেকে। সভাধিপতি করা হয় করনদিঘীর বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পালকে। সহকারী সভাধিপতি করা হয়েছে গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল কে। পার্টির নির্দেশ মেনে সব সদস্যকেই প্রকাশ্যে মেনে নিতে হয়েছে এই প্রস্তাব। তবে বিভিন্ন সুত্রে জানা যায় রায়গঞ্জ মহকুমার নেতা কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও ক্ষোভে ফুঁসছেন। অনেকেই মন্তব্য করেছেন ইসলামপুর মহকুমা থেকে পৃথক জেলার দাবি তোলাতেই সান্ত্বনা পুরস্কার ইসলামপুর কে। এবার রায়গঞ্জ এর নেতৃত্বের ভাবার সময় হয়েছে।