কন্যাশ্রী দিবস পালন পূর্ব বর্ধমান জেলায়।

0
31

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব যখন মেয়েরা শিক্ষিত হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যে সোমবার ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে মহা ধুমধামে। ২০১৩ সালে শুরু হয় কন্যাশ্রী প্রকল্প । সোমবার কন্যাশ্রী দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানে। অনুষ্ঠানের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বহু কন্যাশ্রী রা। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী। মন্ত্রী স্বপন দেবনাথ ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম সংকর মন্ডল, এসডিও (সদর সাউথ ) কৃষ্ণেন্দু মন্ডল, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি গুপ্ত তা সহ আরো অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্বরা। মূলত গ্রামেগঞ্জে বা প্রত্যন্ত এলাকায় ১৮ বছরের আগেই মেয়েদের বিবাহ দিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সেই ক্ষেত্রে মেয়েদের লেখাপড়া তো দূর স্বাস্থ্যেরও ক্ষতি হতো প্রভূত। মেয়েদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই অবিবাহিত মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here