দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের অন্তর্গত তাম্বুলদহ-১ পঞ্চায়েতের পাতিখালি গ্রামের গৃহবধূ সোমা মন্ডল (৩০) আজ রিলায়েন্স ফাউন্ডেশনের প্রশিক্ষণ সহায়তায় শুধু টার্কি প্রজাতির মুরগি চাষ সফল ভাবে করছেন তাই-ই নয়, বরং নারীর ক্ষমতায়নের আদর্শ প্রতীক। সোমার আদি নিবাস দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, পিতা ছিলেন একজন কৃষি শ্রমিক। মেধাবী সোমা ২০১২ সালে উচ্চমাধ্যমিক দূর শিক্ষার মাধ্যমে পাশ করার পর আর পড়াশোনা করতে পারেন নি, যদিও ছোট বেলা থেকেই স্বপ্ন প্রকৃত অর্থে স্ব-নির্ভর হওয়ার। স্বপ্ন বাস্তবায়নের লক্ষে দাদার সাহায্যে ২০১৭ সালে খুব ছোট আকারে ১০,০০০/- টাকা পুঁজি বিনিয়োগে ১০-টি টার্কি পাখি নিয়ে প্রথাগত পদ্ধতিতে ব্যবসা শুরু করেন। কিন্তু পশুপালনের আধুনিক বিষয়গুলো রপ্ত না করার ফলে পাখির মৃত্যু হার বেশি হওয়ার পাশাপাশি পাখির ওজন খুব বেশি না হওয়ার ফলে লাভের পরিমান পরিশ্রমের তুলনায় যথেষ্ট কম হতো।
সৌভাগবশতঃ ২০২২ সালে প্রাণী ও মৎস্য বিজ্ঞানের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা -র মাধ্যমে সোমা রিলায়েন্স ফাউন্ডেশনের বিভিন্ন জীবিকা সংক্রান্ত প্রশিক্ষণের কথা জানতে পারেন এবং পরিচয় হয় ফাউন্ডেশনের কর্মী অনিন্দ্য কুমার মন্ডলের সাথে। পরবর্তী কালে রিলায়েন্স ফাউন্ডেশন আয়োজিত একটি সাত দিনের প্রাণিপালনের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি এই প্রশিক্ষণে বরিষ্ঠ রিসোর্স পার্সন ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, নরেন্দ্রপুরের বিজ্ঞানী ডক্টর স্বর্বস্বরূপ ঘোষ। প্রশিক্ষণের মেয়াদ ১৬-২২ অক্টোবর ২০২২ এবং শেষ দিনটি বরাদ্দ ছিল হাতে কলমে প্রশিক্ষণের। স্বাভাবিকভাবেই উদ্যোগী সোমা এই প্রশিক্ষণ থেকে টার্কি পালনের আধুনিক পদ্ধতি, বিশেষ করে ফার্ম তৈরি, পাখির পুষ্টিকর খাবার,