নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- সারম্বরে পালিত হল ১০ তম কন্যাশ্রী দিবস উদযাপন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বালুছায়া হলে একাধিক অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে সহ জেলা বিভিন্ন দফতরের আধিকারিকরা। উপস্থিত ছিল জেলার বিভিন্ন স্কুলের কনাশ্রী মেয়েরা। কনাশ্রী দিবসকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরে চলা নানা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠান থেকে।
জেলা শাসক বিজিন কৃষ্ণা তার বক্তব্যে জানান, শুধু রাজ্য বা দেশে নয়, কন্যাশ্রীর ভাবনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে গিয়েছে। ইউনাটটেড ন্যাশনস এর পক্ষ থেকে কয়েকবছর আগে রাজ্য সরকার পুরস্কৃত হয়েছিল। এই প্রকল্পর মাধ্যমে মেয়েদের মেয়েরা সাফল্যের সঙ্গে কিভাবে এগিয়ে যাচ্ছে তা প্রমাণিত।