বামনগোলা ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করলো একক ভাবে তৃণমূল কংগ্রেস।

0
103

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — নির্বাচন কমিশনারে ঘোষণা অনুযায়ী ১৪ই আগস্ট,আজ সমিতি বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মেনে পুলিশে করা নজরদারিতে বামনগোলা ব্লকে গ্রাম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো। এদিন বামনগোলা ব্লকে গেটে পুলিশের করা নজরদারিতে প্রবেশ করানো হয় পঞ্চায়েত সমিতি জয়ী প্রার্থীদের। জানা গেছে বামনগোলা ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করলো একক ভাবে তৃণমূল কংগ্রেস।এই বামনগোলা ব্লকে পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৮ টি তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১১টি বিজেপি পেয়েছে ৭টি।তৃণমূল কংগ্রেস এককভাবে বামনগোলা পঞ্চায়েত সমিতি এককভাবে গঠন করে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদ পেলো পারুল কুজুর, সহ-সভাপতি পদ পেল সুনিল বর্মন। বোর্ড গঠনের করে বেরিয়ে আসতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছে চোখে পড়ার মত। ব্লকের ভেতর থেকে নবনিযুক্ত সভাপতি সহ সকলে বেরিয়ে আসতেই তাদেরকে সবুজ আবীর মাখিয়ে ও ফুলের মালা পরিয়ে প্রার্থীদের বরণ করে, র‍্যালি মধ্যে দিয়ে পাকুয়াহাট পরিক্রমা করে পার্টি অফিসে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যায় ।এ বিষয়ে বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার – বলেন বেশ কয়েক বছর বিজেপি ও সিপিএম দখল করে এসছে এবার বামনগোলা ব্লক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একক ভাবে গরেছে।মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে সাধারণ মানুষ ভোট দিয়ে জয় যুক্ত করেছে।


বাইট:–তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here