রানাঘাট স্টেশনে স্টেশন ম্যানেজারের মাধ্যমে রেলের ডিআরএম ও জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান।

0
175

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিয়ালদহ ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবারবান জংশন স্টেশন ফের একবার বঞ্চিত, অবহেলিত। প্রধানমন্ত্রী দ্বারা ঘোষিত অমৃত ভারত স্টেশন স্কিমে প্রথম ৫০৮টি স্টেশনের মধ্যে নাম নেই রানাঘাটের। ভবিষ্যতে আসবে কিনা, সেটার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় নি। সবচেয়ে বড় মফস্বল ষ্টেশন রানাঘাটে নেই প্ল্যাটফর্ম জুড়ে শেড, যাত্রীর তুলনায় টয়লেট সংখ্যা কম, যাত্রীনিবাস তো দূরের কথা, রিটায়ারিং রুম পর্যন্ত নেই। ওয়েটিং রুমের অবস্থাও তথৈবচ। রানাঘাট থেকেই রেললাইন ভাগ হচ্ছে শিয়ালদহ, বনগাঁ, গেদে ও লালগোলা-কৃষ্ণনগর- শান্তিপুর ইত্যাদি দিকে। ফলে লাখো মানুষের রানাঘাট স্টেশন ব্যবহার করে যাতায়াতের মাধ্যমে জীবন ও জীবিকা নির্ভর করছে। সেই রানাঘাট রেল কর্তৃপক্ষের কাছে অবহেলিতই রয়ে গেল। রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির আহ্বানে ১৪ আগস্ট সোমবার রানাঘাট জিআরপি মোড়ে আয়োজিত হল বিক্ষোভ সভা।একই সঙ্গে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির একটি প্রতিনিধি দল রানাঘাট স্টেশনে স্টেশন ম্যানেজারের মাধ্যমে রেলের ডিআরএম ও জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here