পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকি এলাকায় দুর্ঘটনাকে এড়াতে রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়,এই দিন উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন DSP অপারেশন দুর্লভ সরকার,গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনি কুমার তেওয়ারি, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা,এই দিন দুর্ঘটনাকে রাতে এলাকার বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট,পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতায় পদযাত্রার আয়োজন করা হয়,জানা গিয়েছে সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ।
পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকি এলাকায় দুর্ঘটনাকে এড়াতে রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply