দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই এলাকার সাংসদ হিসেবে এলাকার বিভিন্ন উন্নয়ন খাতে নিজের সাংসদ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে কিছু কিছু পরে থাকা জনগনের দীর্ঘদিনের চাহিদা পুরন করবার প্রচেষ্টা করছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আজ বৃহষ্পতিবার সেরকম ত।আর সংসদীয় এলাকা পতিরাম উচ্চ বিদ্যালয়ের পরিচালন মন্ডলী ও এলাকার শিক্ষানুরাগী মহলের দীর্ঘ দিনের চাহিদা মেনে এই প্রচন্ড গরমে লোডশেডিং থেকে বাচতে ও স্কুলের সুষ্ঠ পঠন পাঠনের লক্ষে তার সংসদীয় তহবিল থেকে একটি শ্বব্দ দুশজন রোধক জেনারেটর উপহার দিলেন স্কুল কর্তিপক্ষকে।
জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম হাইস্কুলে সাংসদ তহবিল থেকে ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত “10 KVA Silent Generator” -এর শুভ উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়।খুধির হাওয়া স্কুল কর্তিপক্ষ থেকে ছাত্র ছাত্রী সহ এলাকার বাসিন্দাদের মধ্যে।
Leave a Reply