নিজস্ব সংবাদদাতা, মালদা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগিং-এর অভিযোগ এবং ছাত্র-মৃত্যুর ঘটনায় বিক্ষোভ প্রতিবাদ করল মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার মালদা কলেজ গেটের সামনে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং রাজ্যপালের ভূমিকা নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের মালদা শাখার কর্মকর্তারা। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগিং-এর ঘটনায় ছাত্র মৃত্যুর প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনের সময় এসএফআই ছাত্র সংগঠনের দ্বারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে এদিন প্রতিবাদ বিক্ষোভ দেখাই তৃণমূল ছাত্র পরিষদ।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি অমিত শেঠ জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যুর ঘটনার পর ডেপুটেশন দেওয়াকে ঘিরে এসএফআই কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালিয়েছে। সেই ঘটনার ধিক্কার জানিয়েছি । এছাড়াও রাজ্যপালের ভূমিকাতেও আমরা অসন্তুষ্ট । তাই এদিন এসব বিষয় নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ করা হয়েছে।