পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রঘুনাথগড়ে চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে । আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজকল্যাণমুলক কাজ করে থাকলেও রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে ,শনিবার আলু ব্যবসায়ী সমিতির দপ্তরে প্রথম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল বলা চলে । প্রথম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেই ৩০০ জন রক্তদাতার রক্তদানের লক্ষমাত্রা নেওয়া হয়েছে চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির তরফে।রীতিমতো এই মেগা রক্তদান শিবিরে উপস্থিত থেকে সহযোগিতা করেছে দুটি ব্লাড ব্যাঙ্ক,একটি ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্ক অপরটি মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক । রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস,চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ,চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র,চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা । চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অলোক ঘোষ জানান,আমরা নানান সমাজসেবামূলক কার্যক্রম করে থাকি,করোনা কালে দুঃস্থদের দুবেলা খাবার তুলে দেওয়া থেকে মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে মোটা অঙ্কের অর্থদান করা আমরা করেছিলাম । তবে রক্তদান শিবিরের আয়োজন প্রথম,৩০০ জন রক্তদাতার রক্তদানের লক্ষমাত্রা নেওয়া হয়েছে,সেমতো ঘাটাল ও মেদিনীপুর থেকে দুটি ব্লাড ব্যাঙ্ক উপস্থিত থেকে সহযোগিতা করছে।
রঘুনাথগড়ে চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে ।

Leave a Reply