জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন দোরগোড়ায় এরই মধ্যে শহরের থেকে গ্রেপ্তার ৪ দুষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য তারা জমায়েত করেছিল।ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে চার জনকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। ধূপগুড়ি থানার সাব-ইন্সপেক্টর বিনয় যাদবের কাছে খবর আসে ধূপগুড়ি স্টেশন এলাকায় ৯ জনের একটি দল কোন অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য ছক কসেছে। শিয়রে নির্বাচন এই কারণে পুলিশের মধ্যে ব্যাপক চাপ এই মুহূর্তে, এরই মধ্যে নতুন কোনো অপরাধ হয়ে গেলে প্রশাসনের উপরে চাপ কয়েক গুণ বাড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর এই কারণেই সাদা পোশাকের পুলিশের একটি দল থানা দেয় ওই এলাকায়। পুলিশি তৎপরতায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। যদিও বাকি পাঁচজন পুলিশের হাত ফসকে পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। সেই সাথে চারজনকেই আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।ধৃত চারজনই পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদের মধ্যে দুই জনের বাড়ি ফালাকাটা এলাকায় একজনের বাড়ি বীরপাড়া এলাকায় বাকি একজনের বাড়ি আলিপুরদুয়ারে। বলা যেতে পারে পুলিশি তৎপরতায় অপরাধ সংগঠিত হওয়ার আগেই রুখে দেওয়া সম্ভব হলো।