পায়ে হেঁটে রক্তদান প্রচারে মেছেদার ১ যুবক।

0
560

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীরদের জন্য দিন দিন বাড়ছে রক্তের সংকট। সমস্ত ব্লাড ব্যাংক গুলিতে পাওয়া যাচ্ছে না প্রয়োজন মত রক্ত। আর এই রক্তের চাহিদা মেটাতে জেলার বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ও সমাজ সেবি সংস্থা দিন দিন ব্যাপক ভাবে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। তবে এবার থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীরদের জন্য যাতে মানুষ আরো বেশি বেশি করে রক্তদানের প্রতি উৎসাহিত হতে হয় সেই লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থেকে বাঁকুড়া পায়ে হেঁটে রক্তদান প্রচারে বেরিয়ে পড়লেন মেছেদার এক যুবক। নাম শেখ সাজিস পেশায় একজন আইনজীবী তিনি। সাজিস নিজে ২৮ বার রক্ত দান করেছেন। পরে কোথাও যেন উপলব্ধি করে রক্তদান করার পাশাপাশি রক্তদানের জন্য প্রচার মাধ্যমও প্রয়োজন। তাই বুধবার মেছেদা থেকে ১৭১ কিলোমিটার পায়ে হেঁটে বাঁকুড়ার বিষ্ণুপুরের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সেখানে পৌঁছে এক বৃহৎ রক্তদান শিবিরে যোগদান করবেন। তাঁর যাত্রা পথে যে সমস্ত মানুষের সাথে দেখা হবে তাঁদেরকে রক্ত দান করতে উৎসাহিত করবেন তিনি। তবে তাঁর যাত্রা পথ শুরু হওয়ার পূর্বে এলাকার বহু সমাজ সেবী সংস্থা শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় মেছেদার ১১৬ নম্বর জাতীয় সড়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here