দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ির সেন্টারগুলি থেকে সুবিধাভোগী শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারের বিল মেটানো হচ্ছে নাবলে অভিযোগ। আর এই অভিযোগেই পাশাপাশি বেশ কিছু দাবিতে বালুরঘাটে সিডিপিওর কাছে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা সমিতির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়। বুধবার এই ডেপুটেশন দিতে এসে ডেপুটেশনকারীরা জানান যে অবিলম্বে এই বিল না মেটানো হলে তারা শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার পরিবেশন বন্ধ রাখতে বাধ্য হবেন। এদিন বারো দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি চলে।
বালুরঘাটে সিডিপিওর কাছে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা সমিতির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়।

Leave a Reply