বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-বর্ধিত ফিক্সড চার্জ প্রত্যাহার, মিনিমাম চার্জ তিনগুণ করার সিদ্ধান্ত প্রত্যাহার, স্মার্ট প্রিপেড মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এর দাবিতে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির বিক্ষোভ। এদিন বালুরঘাটের পাওয়ার হাউস এলাকায় বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে। যদিও কিছুক্ষণ পর বালুরঘাট থানার পুলিশ অবরোধ তুলে দেয়। এরপর বিক্ষোভকারীরা বিদ্যুৎ বন্টন দপ্তরে বিক্ষোভ দেখান এবং বিদ্যুৎ বন্টন দপ্তরের ডিভিশনাল ম্যানেজারকে দাবী সম্মিলিত ডেপুটেশন জমা দেন।
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে আন্দোলনকারীরা জানান, ডিসিআরসি চার্জ ১০০ টাকার বেশি নেওয়া যাবে না। পাশাপাশি বর্ধিত ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ তিন গুন বৃদ্ধি , স্মার্ট প্রিপেড মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এদিন বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হয়। বর্ধিত চার্জ প্রত্যাহার না করলে, আন্দোলন চলতে থাকবে বলে তিনি জানান।
Leave a Reply