রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ করার উদেশ্য বস্তিতে পৌঁছান রেলের আধিকারিকরা ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মাথার ছাওনি হারাতে চলেছেন বহু বস্তিবাসী।
রেলের পক্ষ থেকে দেওয়া এই বার্তায় তীব্র হতাশা ও আতঙ্ক গ্রাস করেছে বস্তিবাসীদের মধ্যে।
শহর বর্ধমানের লোকো চার তলা বিলিস মাঠ রেল কলনি সংলগ্ন বস্তিতে দীর্ঘদিন ধরে বহু মানুষ বসবাস করেন। রেলের পক্ষ থেকে মাঝেমধ্যেই বস্তি উচ্ছেদের বার্তা পৌঁছানো হয় বস্তিবাসীদের মধ্যে। আর তখনই বাসস্থান হারাবার আতঙ্ক গ্রাস করে বস্তিবাসীদের।
আজ রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ করার উদেশ্য ওই বস্তিতে পৌঁছান রেলের আধিকারিকরা । আর তাতেই বস্তিবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।
বস্তিবাসীদের দাবি, তাদের বস্তি উচ্ছেদ করা হলে তাদেরকে পুনর্বাসন দিতে হবে রেলকে।
ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা INTTUC এর সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম ও স্থানীয় তৃণমূল নেতা শিব শংকর ঘোষ ওই এলাকায় পৌঁছান এবং রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এদিন রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হলেও আজ বস্তি উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় তাদের।
স্থানীয় তৃণমূল নেতা শিব শংকর ঘোষ জানান আমরা মানুষের পাশে আছি। রেলের সঙ্গে আলোচনা করে বস্তিবাসীদের সমস্যা নিশ্চয়ই সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *