বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয় পূর্ব বর্ধমান সিআইটিইউ নেতৃত্ব সহ শ্রমিকরা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – সোমবার সিআইটিইউ-এর তরফে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিদারকে কেন্দ্র করে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি-ও করা হয়। মূলত:- মোটর ভেহিকেল অ্যাক্ট ২০১৯ বাতিল করতে হবে। পূর্ব বর্ধমানে স্ট্রিট হকারদের লাইসেন্স দিতে হবে। অসংগঠিত ক্ষেত্রের সকল শ্রমিকদের বোনাস দিতে হবে। নির্মাণ শ্রমিকদের কল্যাণ পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে। বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াতে হবে এছাড়াও বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয় পূর্ব বর্ধমান সিআইটিইউ নেতৃত্ব সহ শ্রমিকরা। পূর্ব বর্ধমান সদর ২ এরিয়া কমিটির সম্পাদক দীপঙ্কর দে বলেন, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি অবস্থান বিক্ষোভের শামিল হয়েছিলাম শ্রমিকদের সামাজিক সুরক্ষার স্বার্থে। তিনি আরও বলেন, শ্রমিক ছাড়া উৎপাদন হবে না। শ্রমিক ছাড়া সভ্যতার অগ্রগতি হবে না। শ্রমিকরা আমাদের জীবনমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অথচ তাদের জীবন মনের কথা তৃণমূল সরকার ভাবেনা। না মোদি সরকার, ভাবছে না মমতার সরকার ভাবছে। একদিকে বোমা ফাটছে, বোমা কে শিল্পে পরিণত করছে, অপরদিকে হিন্দু-মুসলমানের মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু পিএফ, গ্রাচুরিটি নিয়ে রাজ্য সরকার কথা বলেনা। পুজোর সময় নির্ধারিত হারে শ্রমিকদের বোনাস দিতে হবে, শ্রমিকদের সুরক্ষা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *