নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হেরেছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বাস্তবে ঘটনা হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকরাম প্রসাদ গ্রাম এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী অমলি হাঁসদা জয়ী হন। অমলি হাসদা মোট ২৬৩ ভোট পেয়ে তৃণমূল প্রার্থী থেকে থেকে ৩৩ ভোটে জয়ী হন।
উল্লেখ্য বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রাম সাংসদ সুকান্ত মজুমদার দত্তক নেন লোকসভা ভোটের পর।
গতবার চকরাম গ্রাম সংসদের অধীনে ছিল চকরাম প্রসাদ গ্রাম। গতবার সংসদ টি বিজেপির অধীনে ছিল। এবারের নির্বাচনে চকরাম এবং চকরাম প্রসাদ গ্রাম দুটি আলাদা সংসদ হয়। চকরাম গ্রামটি বিজেপি দখল করতে না পারলেও সুকান্ত মজুমদারের দত্তক নেয়া গ্রাম চকরাম প্রসাদ গ্রাম সাংসদ বিজেপি দখল করে।
স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের দত্তক নেয়া গ্রামের হেরে যাওয়ার যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যে সে কথাই এদিন জানান বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
Leave a Reply