আতঙ্ক নয় আমরা শান্তি চাই, যে ঘটনা ঘটে গেল আমরা আতঙ্কিত শঙ্কিত।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এখনো আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। আতঙ্ক নয় আমরা শান্তি চাই, যে ঘটনা ঘটে গেল আমরা আতঙ্কিত শঙ্কিত। এই দাবিতে নদীয়ার রানাঘাটের সেনকো গোল্ড শোরুমে প্ল্যাকাড হাতে নিয়ে কালো ব্যাচ পড়ে মৌন প্রতিবাদ শোরুমে কর্মরত দের। সম্প্রীতি গতকাল নদীয়ার রানাঘাটে ভর দুপুরে ঘটে যায় ভয়ানক ডাকাতির ঘটনা। অলংকারের শোরুমে ঢোকে একদল দুষ্কৃতী, এরপর কর্মরতদের কপালে বন্দুক ঠেকিয়ে লুটপাট করে সোনার অলংকার যা কয়েক কোটি টাকার মূল্য। সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ, এরপরই পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলিবর্ষণ। যদিও পুলিশের গুলিতে আহত হয় দুই দুষ্কৃতী, তাদের পুলিশি হেফাজতে রেখে চিকিৎসা চলছে হাসপাতালে। যদিও এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ, আজ ধৃতদের আদালতে তোলা হবে। সেনকো গোল্ড এর শোরুমে কর্মরতদের দাবি, তাদের যা ক্ষতি হয়েছে অভাবনীয় এখনো বেশ কয়েক কেজি সোনার হদিস মেলেনি যা পাওয়া গেছে তা সামান্য মাত্র। পুরো শোরুমটি থেকে সোনা লুট করা হয়েছে বলে দাবি কর্মরতদের। তবে সামনেই পূজোর মরশুম তার আগে এত বড় ক্ষয়ক্ষতি তারা কিছুতেই মেনে নিতে পারছে না। পুলিশ সাথে সাথে সঠিক ভূমিকা নিলেও এখনো পর্যন্ত লুট হয়ে যাওয়া সব সোনা পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে এই ডাকাতির ঘটনার পেছনে মূল পান্ডা কে এছাড়াও আরো কারা এই চক্রের সাথে জড়িত তার দ্রুত তদন্ত করছে পুলিশ। আজও সকাল থেকে থমথমে গোটা রানাঘাট থানা এলাকা। সোনার দোকানের সামনে চলছে পুলিশের কড়া নজরদারি, এছাড়াও এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। যদিও একই দিনে একই সময়ে দুটি জেলায় ঘটে এই ডাকাতির ঘটনা, তাও আবার সেনকো গোল্ড শোরুমে। তবে এই ডাকাতি কি পরিকল্পিতভাবে নাকি প্রভাবশালীদের মদত রয়েছে তা সবটাই উঠে আসবে পুলিশি তদন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *