নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- “রানাঘাটে দশের ডাকে” নামে একটি সংস্থার উদ্যোগে সংবর্ধিত করা হলো রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি সহ দুজন পুলিশ অফিসারকে। এই দুজন পুলিশ অফিসার হলেন আলতাব হোসেন ও রতন রায়। গতকাল একটি স্বর্ণ বিপনীর দোকানে ডাকাতির ঘটনায় ডাকাতদের সঙ্গে লড়াই এবং ডাকাতদের ধরার বিষয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন রানাঘাট থানার এই পুলিশ অফিসাররা। তাই জন্য রাখি বন্ধনের সকালে তাদেরকে রাখি পড়ানোর সাথে সাথে তাদেরকে সংবর্ধিত করা হয়। এই সমস্ত বীর পুলিশ অফিসারদের সংবর্ধিত করেন দশের ডাকে নামের সংস্থার সভাপতি তথা রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।
সমস্ত বীর পুলিশ অফিসারদের সংবর্ধিত করেন দশের ডাকে নামের সংস্থার সভাপতি তথা রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।












Leave a Reply