নিজস্ব সংবাদদাতা, মালদা:- বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় চরম সমস্যায় পড়েছে উত্তর দারিয়াপুর এলাকার কোম্পানিপাড়া ,পাচান্নিপাড়া সহ আরো বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা । এমনকি ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের জেরে সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের পড়াশুনা লাটে উঠেছে বলে অভিযোগ । সমস্যার কথা জেনেও কালিয়াচক এক ব্লকের সুজাপুর বিদ্যুৎ দপ্তরের কর্তব্যরত অফিসারেরা প্রয়োজনীয় কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। ইতিমধ্যে ওই এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা।
সুজাপুর বিদ্যুৎ সরবরাহ অফিসের অধিনে উত্তর দারিয়াপুর বাজার এলাকায় একটি ১০০ কেভি’র ট্রান্সফরমার রয়েছে । অভিযোগ, অতিরিক্ত লোড থাকার ফলে প্রায় প্রতিদিন সন্ধার পর ফিউজ উড়ে যাচ্ছে। যার ফলে দীর্ঘক্ষণ এলাকা লোডশেডিং-এর মধ্যে ডুবে থাকছে। প্রচন্ড গরমের মধ্যে শিশু থেকে বয়স্করা প ড়েছেন সমস্যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করারও দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।