প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ১ লা সেপ্টেম্বর থেকে শুরু হলো সপ্তম দফার দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে দুয়ারে সরকার এক অনন্য সৃষ্টি করেছে এই দুয়ারী সরকার ছাড়া ভারতবর্ষে একটা শিখরে পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গের নাম। প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এই দুয়ারে সরকারের ক্যাম্পের কোন বিকল্প নেই। পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ৩৬ টি প্রকল্প এই দু হাজার সরকারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছায় তাই সরকারকে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের ১৬টি পঞ্চায়েতে ধাপে ধাপে চলবে দুয়ারে সরকার ক্যাম্প। তেমনি সাঁকরাইল ব্লকের একটি পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে দেখা গেল সাধারণ মানুষের ভিড়। মূলত এবারে বয়স্ক ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের বিশেষভাবে জোর দেয়া হচ্ছে। লক্ষী ভান্ডার বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ এবং জমা নেওয়া চলছে ক্যাম্প থেকে। এছাড়াও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কি কি বললেন তা ধরা পড়ল আমাদের ক্যামেরায়।