উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ দুই নাম্বার ধনকোইল গ্রাম পঞ্চায়েতের কিষান মান্ডি প্রাঙ্গণ দুয়ারে সরকারের ক্যাম্প।

0
1755

উঃ দিনাজপুর, রাধাকান্ত হালদারঃ-এবারের দুয়ারের সরকার শিবিরে নতুন করে আরও দুটি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবারের দুয়ারে সরকার শিবিরগুলোতে লক্ষ লক্ষ মানুষ সরকারি পরিষেবার জন্য আবেদন করেন। সেই মতো পরিষেবাও দেওয়া হয়। এবারের শিবিরের রেকর্ড সংখ্যক মানুষ হবে বলেই প্রশাসনিক কর্তারা আশা করছেন। সেই মতো নবান্নের তরফে আগাম সব প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে খবর।
এবারের দুয়ারের সরকার শিবিরে নতুন করে আরও দুটি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের সুবিধা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন। এছাড়াও পুরোনো যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতেও আগের মতো আবেদন করা যাবে।
ক্যাম্পগুলো থেকে আবেদন গ্রহণের পর পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নবান্ন বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে,
১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শিবির চলবে।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ দুই নাম্বার ধনকোইল গ্রাম পঞ্চায়েতের কিষান মান্ডি প্রাঙ্গণ দুয়ারে সরকারের কেম্প।

দুয়ারের সরকারে ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ধনকোইল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন , কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার উরফে বাপ্পা , রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, যুগ্ম বিডিও সন্দীপন দে, এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জীব বর্মন, সানি বাজাজ, সঞ্জয় বর্মন,সহ অন্যান্যরা।
দুয়ারে সরকারে আসা পঞ্চায়েত এলাকার বাসিন্দার দের সমস্যা সমাধানের জন্য হাত বাড়িয়ে দেন প্রধান ধৃতি রায় বর্মন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here