গর্ভবতী মায়ের কি কি খাওয়া উচিত, সদ্যোজাত শিশুর কি কি খাওয়া উচিত, তাই নিয়ে পুষ্টি সপ্তাহ পালিত হল সোনামুখীতে।

0
246

আবদুল হাই,বাঁকুড়া: গর্ভবতী মায়ের কি কি খাওয়া উচিত। সদ্যোজাত শিশুর কি কি খাওয়া উচিত। বাচ্চা এবং মায়ের কি করা উচিত কি করা উচিত নয় সেই সব তালিকা নিয়ে পুষ্টি সপ্তাহ দিনে বাঁকুড়ায় পাড়ি দিল কোন্নগরের বন্ধন স্বাস্থ্য কর্মসূচি। এদিন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রপটগুঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রে ০-২ বছরের শিশুদের মায়েরা এবং গর্ভবতী মেয়েরা উপস্থিত হয়েছিলেন তাছাড়াও ছিলেন স্বাস্থ্য সহায়িকারা এবং বিভিন্ন আশা এবং আইসিডিএস আধিকারিক।

ছড়ার মাধ্যমে গর্ভবতী মেয়েদের পুষ্টি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বোঝানো হয় এদিন। একটি গর্ভবতী মায়ের কি খাবার খাওয়া উচিত, কতটা ওজন বাড়ানো উচিত এবং বাচ্চা কি কি খাবার খাবে বয়স অনুযায়ী, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা চলে। ০-৬ মাস বয়সের শিশুদের মাতৃ দুগ্ধ ছাড়া কিছুই খাওয়ানো যাবেনা এবং ৬ মাসের পর থেকে ঠিক কি ভাবে ভিন্ন পুষ্টিকর খাবার শিশুর পথ্যে আনা যায় তাও আলোচনা করা হয় এদিন। স্থানীয় বাসিন্দা এবং এক শিশুর মা তনুশ্রী মন্ডল জানান, ” পুষ্টি সপ্তাহে এই অনুষ্ঠানে এসে আমার উপকার হয়েছে, অনেক কিছুই জানতে পেরেছি। বাচ্চার পুষ্টি আছে কিনা , বাচ্চা ভালো আছে কিনা এবং ঠিক মত খাবার খাচ্ছে কিনা সেই সব প্রশ্নের উত্তর পেয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here