প্রায় ২০০ জন কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে।

0
125

নিজস্ব সংবাদদাতা, মালদা:—কালিয়াচকে ফের ভাঙন কংগ্রেসে, এবার তৃণমূলে যোগ দিলেন দুই পঞ্চায়েত সদস্য সহ ২০০ জন। পঞ্চায়েত বোর্ড গঠনের পর কংগ্রেসে ভাঙ্গন কার্যত শুরু হয়ে গেল। প্রায় ২০০ জন কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে। রবিবার সন্ধ্যায় কালিয়াচক তৃনমূল কংগ্রেস অফিসে অনুষ্ঠিত হয় এই যোগদান শিবির। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য আবদুর রহমান, ব্লক সভাপতি সামিজউদ্দিন আহমেদ, গয়েশবাড়ি অঞ্চলের তৃণমূল নেতা তথা প্রধানের স্বামী এস মোহাম্মদ খান, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হায়দার আলী মোমিন সহ অন্যান্যরা। জানা যায়, এদিন কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর গ্রামের নব নির্বাচিত দুই জন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ইফতেকার হাসান হাবিব ও জিয়েম আলি সহ প্রায় ২০০ জন কংগ্রেস ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের সদস্য আবদুর রহমান।
ভোটের আগে কালিয়াচক -১ ব্লক কংগ্রেসে জোয়ার এসেছিল। দীর্ঘদিন ধরে তৃণমূল করার পরেও টিকিট না পেয়ে বিভিন্ন অঞ্চলের বিক্ষুব্ধরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে শুরু করেছিলেন। এবার ফের উল্টো স্রোত বইতে শুরু করেছে কালিয়াচকে। তৃণমূল নেতা এস মোহাম্মদ খানের নেতৃত্বে কংগ্রেস ফের নিশ্চিহ্ন হয়ে গেল গয়েশবাড়ি অঞ্চলে। গোটা ব্লকেই কংগ্রেস ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দেওয়া শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here