বাঁকুড়ার এক শিক্ষক পেলেন ভারতীয় রত্ন সন্মান!

0
102

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চিত্রশিল্পী গণপতি পাল গ্লোবাল স্কলার ফাউন্ডেশন এর তরফ থেকে পেলেন ভারতীয় রত্ন ২০২৩। বর্তমানে ১০০০ এর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে তিনি গড়ে তুলেছেন এক সুবিশাল কর্মশালা। অনলাইন এবং অফলাইন সবরকম ভাবেই তিনি শিক্ষা প্রদান করে থাকেন। গণপতি পালের ক্লাসে নির্দিধায় কচিকাঁচা থেকে বড়োরা, শিক্ষা গ্ৰহন করেন। সফল ছাত্র ছাত্রীদের হাত ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গনপতির চিত্রশিল্প ছড়িয়ে পড়েছে। গণপতি পালের ছাত্র ছাত্রীরা দেশের গণ্ডি পেরিয়ে চলে গেছেন বিদেশেও। তাদের নাম এসেছে ওয়ার্ল্ড রেকর্ড এর খাতায়।

সহজ ছিলনা জীবন- যাপন। বাবা ছিলেন একজন দর্জি। আর্থিক অনটনের মধ্যেও আঁকার প্রতি ভালোবাসা দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছিল। ধীরে ধীরে নিজের স্বপ্নকে তাড়া করতে করতে গণপতি বাবু আজ তৈরি করেছেন প্রায় ১০০০ জনের পরিবার। তাঁর শিল্প কলা বাঁকুড়া থেকে ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে। এই অসম্ভব অভিযানকে সন্মান জানাতেই গ্লোবাল স্কলার ফাউন্ডেশন এর তরফ থেকে প্রদান করা হল এই বিশেষ সন্মান। খুশি এবং গর্বিত বাঁকুড়া বাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here