পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উপাচার্যের বেতন বন্ধ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত করা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকার,তিনি বলেন যদি মমতা ব্যানার্জির কোমরে জোর থাকে তিনি শুধু বেতনটা বন্ধ করে দেখান তারপরে বাকি কাজটা আমরা করব, পাশাপাশি তিনি আরো বলেন একজন উপাচার্যের বেতন বন্ধ করেছিলেন রাজ্যপালের নিয়োগ করা, হাইকোর্টে গেছে দুটো কান একবারে মূলে দিয়েছে, অন্যদিকে জোট সরকার এলে গ্যাসের দাম বিনামূল্যে হবে, এবার সেই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে বিদ্যুতের বিল কমানো হোক এবং পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের শেষ যেটা নেওয়া হয়, সেটা কমানো হোক, পাশাপাশি বাঁকুড়ার ঘটনা নিয়েও কার্যত রাজ্য প্রশাসনের উপর নিশাটা করলেন শুভেন্দু অধিকার, এইদিন শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপির নেতাকর্মীরা